পরীক্ষামূলকভাবে ট্রা.স.কা-ইভ উদ্বোধন করলেন মহাপরিচালক, বাংলাদেশ বেতার
গত ৩০ মে ২০১৬ খ্রিস্টাব্দ তারিখ বাংলাদেশ বেতার সদর দপ্তরের সম্মেলন কক্ষে ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এই দিন পরীক্ষামূলকভাবে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আর্কাইভ সংক্ষেপে, ট্রা.স.কা-ইভ সিস্টেমের উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ কে এম নেছার উদ্দিন ভূইয়া। এ সম্পর্কিত একটি প্রতিবেদন বাংলাদেশ বেতারের পত্রিকা বেতার বাংলা-এর আষাঢ়-শ্রাবন ১৪২৩ সংখ্যায় প্রকাশিত হয়। আমাদের শুভানুধ্যায়ীদের অবগতি কল্পে প্রতিবেদটির অনুলিপি নিম্নে তুলে ধরা হলো:

বেতার বাংলা, আষাঢ়-শ্রাবন ১৪২৩ সংখ্যা, পৃষ্ঠা-৩০।