আমাদের জাতীয় পতাকা (পতাকা বিধি)- Amader Jatio Potaka (Potaka Bidhi)
আমাদের জাতীয় পতাকা (পতাকা বিধি)- Amader Jatio Potaka (Potaka Bidhi) :
জাতীয় পতাকা একটি দেশের গৌরব ও মর্যাদার প্রতীক। ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নারীর সম্ভ্রমহানিসহ অগণিত মানুষের জীবনবাজি যুদ্ধ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পথপরিক্রমায় এদেশের সবুজ প্রান্তর বারবার সংগ্রামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছে। তাই সবুজ জমিনের ওপর রক্তিম লাল বৃত্ত দিয়ে অঙ্কন করা হয়েছে আমাদের পতাকা। এ পতাকার মর্যাদা সুরক্ষা এদেশের প্রতিটি মানুষের পবিত্র দায়িত্ব। জাতীয় পতাকার রং, পরিমাপ, নকশা ও ব্যবহারবিধি নিয়ে তৈরি হয়েছে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টরি “আমাদের পতাকা”।
The national flag is a symbol of pride and dignity of a country. Our beloved Bangladesh has been achieved through war and struggle of countless people, including the honor of thirty lack martyrs, 200,000 women and women of honor. In the path of the emergence of the independent-sovereign Bangladesh, the green fields of this country have been repeatedly dyed in the blood of the struggling people. So our flag was painted with a red circle on the green land. Protection of this flag is the sacred duty of every people of this country. A brief and important documentary “Our Flag” was created with color, measurement, design and usage of National Flag.