বিশ্ব বেতার দিবস-২০১৯ উপলক্ষে বিশেষ প্রতিবেদন
বাংলাদেশে ১৩ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ ৮ম বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। এ বছর বিশ্ব বেতার দিবস-এর প্রতিপাদ্য ‘সংলাপ, সহনশীলতা ও শান্তি।’
বাংলাদেশে বর্তমানে ২২টি প্রাইভেট এফএম এবং ৩২টি কমিউনিটি রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছে। এছাড়া, বাংলাদেশ বেতার ১২টি আঞ্চলিক বেতার কেন্দ্র এবং ৬টি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠান প্রচার করছে। বিশ্ব বেতার দিবসে বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিও স্টেশনগুলো অংশগ্রহণ করেছে।
বিশ্ব বেতার দিবস-১৯ উপলক্ষে বিশেষ প্রতিবেদনটি বাংলাদেশ টেলিভিশন থেকে ১২ ফেব্রুয়ারি ২০১৯ প্রচারিত হয়। প্রতিবেদনটির প্রযোজনা করেছেন ইয়াছিন রাসেল।
সমাপ্ত।