গানের আলপনা’র শ্রোতার প্রতি শুভেচ্ছা
“গানের আলপনা” ট্রাফিক সম্প্রচার কার্যক্রম থেকে প্রচারিত একই শিল্পীর গানের সাপ্তাহিক অনুষ্ঠান। প্রতি মঙ্গলবার বিকাল ৫ টা ৫ মিনিটে নব্বই মিনিট স্থিতির এই অনুষ্ঠানে উপস্থাপক বাংলা মিডিয়া জগতের একজন শিল্পীর জীবনব্যাপী কর্ম নিয়ে আলোচনা করেন।
শিল্পী জীবনের সুখ স্মৃতি, উল্লেখযোগ্য অর্জন, আলোচিত কর্ম নিয়ে অনুষ্ঠান জুড়ে আলোচনা করার পাশাপাশি নির্দিষ্ট শিল্পীর সংশ্লিষ্ট জনপ্রিয় গান অনুষ্ঠানে প্রচার করা হয়ে থাকে। একজন গীতিকার, গানের শিল্পী অথবা সিনেমার শিল্পী অথবা মিডিয়া জগতের যে কেউ এ অনুষ্ঠানের আলোচনার জন্য নির্বাচিত হতে পারেন। এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য দল হচ্ছেন ঢাকা শহরের ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুন শ্রোতাবৃন্দ।
গানের আলপনা অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের অবহিত করার জন্য অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কলা-কুশলীবৃন্দ অনুষ্ঠানের ১০০তম প্রচার উপলক্ষে শ্রোতাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং এরই উপর ভিত্তি করে ভিডিও ক্লিপটি নির্মিত হয়েছে। ভবিষ্যতে অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের অনুভূতি জানিয়ে ক্লিপ নির্মাণের ইচ্ছে রইল।
আশা করছি ক্লিপটি আমাদের শ্রোতাবৃন্দ সাদরে গ্রহণ করবেন।