“সুপ্রভাত ঢাকা” সূচনা সঙ্গীতের নির্মাণ গল্প
“সুপ্রভাত ঢাকা” -প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান প্রতি দিন (শনিবার ব্যতীত) সকাল ৭.৩০ থেকে ৯.০০ টা পর্যন্ত ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হয়।
অনুষ্ঠানটি সমসাময়িক ইস্যুভিত্তিক আজকের ঢাকা, শুভ জন্মদিন, আজকের ব্যক্তিত্ব, স্মরণীয় উক্তি, ঐতিহ্যের বাংলাদেশসহ প্রতিদিনকার ঢাকা শহরের বিভিন্ন তথ্য নিয়ে ৯০ মিনিট ব্যাপী প্রচারিত হয়।
মূলত অনুষ্ঠানটির প্রতি শ্রোতা আকর্ষণের প্রয়াস স্বরূপ এই প্রমোশনাল গানটি নির্মাণ করা হয়েছে। সূচনা সঙ্গীতটির রচয়িতা সাংবাদিক ও গীতিকার মামুন-উর-রশীদ। গানটির মিউজিক কম্পোজ করেছেন প্রখ্যাত সুরকার অশোক কুমার পাল এবং গানটি পরিবেশন করেছেন শিল্পী: বশির-উজ-জামান সাব্বির ও রন্টি দাশ।
বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) জনাব সালাহউদ্দিন আহমেদের নির্দেশনায় ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতারের পরিচালক জনাব মির শাহ আলম-এর তত্ত্বাবধানে সূচনা সঙ্গীতটির প্রযোজনা করেছেন দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।
আশা করছি আমাদের শ্রোতাবৃন্দ গানটি সাদরে গ্রহণ করবেন।