চোখের দেখা প্রাণের কথা: সোহানা সাবা

চোখের দেখা প্রাণের কথা অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন আপন আলোয় উদ্ভাসিত একজন ব্যক্তিত্ব। যিনি শুনিয়ে থাকেন তার জীবন অভিজ্ঞতার গল্প। অনুষ্ঠানের অতিথির পছন্দের সাতটি গান প্রচারিত হয়। চোখের দেখা প্রাণের কথা অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি অভিনেত্রী সাবা। পুরো নাম সোহানা সাবা।
অভিনয় ও মডেলিং উভয় অঙ্গনেই সোহানা সাবা রেখেছেন দক্ষতার ছোঁয়া। হাসি-খুশি, গল্প, আড্ডা আর ভ্রমন সব মিলিয়ে প্রাণবন্ত মানুষ তিনি। শোবিজে বিচরণ ২২ বছরেরও বেশী সময় ধরে। অভিনেত্রী সোহানা সাবা নিজের জীবনের কর্ম ও অর্জন সম্পর্কে আত্ম মূল্যায়ন করে বলেন: “আমি নিজের উপর মুগ্ধ”
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অভিনেত্রী সাবা নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন: “আমার কাছে মনে হয় প্রতিটি মানুষেরই ট্রাফিক সেন্স থাকা উচিত, শুধুমাত্র গাড়ী চালানোর জন্যই নয়। আমি যদি রাস্তায় হাটতেও নামি বা রিক্সাতেও উঠি, আমাকে মনে রাখতে হবে রাস্তার সবাই পাগল একমাত্র আমিই সুস্থ। এবং কখনই ভাবলে চলবে না আমিই একমাত্র ব্যস্ত, অন্য কেউ ব্যস্ত না। -এই ব্যাপারটি মাথায় নিয়ে, হাতে যথেষ্ট সময় নিয়ে, যাতে আমাদের রিস্ক না নিতে হয়, সেভাবেই আমার কাছে মনে হয় রাস্তায় নামাটা জরুরী”।
অনুষ্ঠানের বিস্তারিত শুনতে ক্লিক করুন নীচের প্লে বাটনটি:
Podcast: Play in new window | Download