চোখের দেখা প্রাণের কথা: ফেরদৌস আহমেদ

প্রচার তারিখ: ১৬ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার, প্রচার সময়: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।

চোখের দেখা প্রাণের কথা অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস

“চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন আপন আলোয় উদ্ভাসিত একজন ব্যক্তিত্ব। যিনি শুনিয়ে থাকেন তার জীবন অভিজ্ঞতার গল্প। অনুষ্ঠানে অতিথির পছন্দের সাতটি গান প্রচারিত হয়। “চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের এই পর্বের অতিথি চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

অভিনেতা ফেরদৌস-এর পুরো নাম ফেরদৌস আহমেদ। জন্ম ১৯৭৬ খ্রিস্টাব্দের ৭ই জুন। প্রথম চলচ্চিত্র “বুকের ভিতর আগুন”। মুক্তি প্রাপ্ত প্রথম চলচ্চিত্র “পৃথিবী আমারে চায় না”। চলচ্চিত্রে তার আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবু’র হাত ধরে। দেশের সীমানা পেড়িয়ে তিনি কলকাতা এবং বলিউডেও অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। ফেরদৌস অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো হঠ্যাৎ বৃষ্টি, চন্দ্র কথা, কখনো মেঘ কখনো বৃষ্টি, ব্যাচেলর, রানী কুঠির বাকী ইতিহাস, আহা, গেরিলা, জাগো, বৃহন্নলা, এক কাপ চা, রাক্ষুসী, চুপিচুপি, সবার উপরে প্রেম, গোলাপী এখন বিলেতে, না বলো না, খায়রুন সুন্দরী। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্করে ভূষিত হয়েছেন। নিজের সম্পর্কে আত্ম-মূল্যায়ন করে ফেরদৌস বলেন,  “বন্ধুত্ব, সততা ও ভালবাসা দিয়ে জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সাথে দরকার পারিবারিক সমর্থন।”

ফেরদৌস বই পড়তে ভালবাসেন। তার মতে প্রত্যেক সাহিত্যিক তার ভাবনাগুলোকে কলমের দ্বারা তুলে ধরেন। সেই ভাবনাগুলোকে যদি আমি নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমি কিছু শিখতে পারি। এপ্রসঙ্গে তিনি বলেন, এই মুহুর্তে তিনি বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে কাজ করছেন। কাজ করতে গিয়ে তিনি  বেশ কিছু কিছু উপন্যাস পড়েছেন। এ প্রসঙ্গে তিনি আনিসুল হকের পাঁচটি উপন্যাসের নাম উচ্চারণ করেন, যারা ভোর এনেছিল, ঊষাড় দুয়ারে, আলো আধাঁরের যাত্রী, এইখানে থেম না, এই পথে আলো জ্বেলে। তার মতে প্রত্যেকটি বাঙালীর এই সিরিজ উপন্যাসগুলো পড়া উচিত।

সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রত্যেকের নিয়ম মেনে চলা উচিত। এই সহজ কাজটি করতে পারলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। এ প্রসঙ্গে নিজ অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে ফেরদৌস বলেন, তিনি নিজে চাক্ষুস দেখেছেন, নিয়ম অমান্য করে একটি নয় বছরের বালক গাড়ী চালাতে গিয়ে কিভাবে তাকে সড়ক দুর্ঘটনার মুখোমুখি করেছিল।  

পুরো অনুষ্ঠানটি শুনতে ক্লিক করুন নিচের প্লে বাটনটি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service