বাউল টিম

আমাদের কথা

জাতীয় বেতার ভবন।

জাতীয় বেতার ভবন।

বাউল আমাদের দীর্ঘ প্রত্যাশার ধন। আমরা ২০১৬ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু করি। সেদিন বাংলাদেশ বেতারের শাহবাগ চত্বরে তৎকালীন মহাপরিচালক জনাব নেছার উদ্দিন ভূইয়া স্যার ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের দ্বিতীয় অধিবেশনে প্রচার স্টুডিওতে একহাজার গান নিয়ে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আর্কাইভ সংক্ষেপে ট্রাসকা-ইভ উদ্বোধন করেন। এরপর থেকে বিভিন্নভাবে আমরা ট্রাসকা-ইভ সিস্টেমকে আরো উন্নত করার জন্য বিভিন্ন  আঙ্গিকে  টিম আকারে কাজ করেছি।  ট্রাসকা-ইভ সিস্টেম থেকে আমার যা শিখেছি, সেটি হল “কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ”। বিজ্ঞানী আইনস্টাইন শিখন প্রসঙ্গে কথাটি বলেছিলেন। “গানের ডাটাবেজ” -এই বিষয়টি নিয়ে প্রথম কল্পনা করেছিলেন আমাদের তরুন কর্মকর্তা শুভময় চন্দ। পরবর্তীতে এই কল্পনার সাথে আমরা পুরো ট্রাফিক পরিবার একত্রিত হই। আমরা কল্পনা করি আরো বড় কিছুর। আরো বড় মাত্রার পেশাদারী ভাবনা আমাদের কল্পনার জগতে বাসা বাধেঁ। সময়ের সাথে সাথে প্রয়াসের সফল প্রস্ফুটন “বাংলাদেশ বেতার অডিও লাইব্রেরী”। ইংরেজীতে Bangladesh Betar Audio Library. সংক্ষিপ্ত রূপ BBAuL। আমরা বলছি “বাউল”।

বাউল ডাটাবেজের লোগো।

বাউল ডাটাবেজের লোগো।

বাউল ডাটাবেজের আজকের অবস্থান অর্জনে সম্পূর্ণ কৃতিত্ব বাউল টিমের। সহকর্মী জান্নাতের কাজটির পিছনের লেগে থাকা, গানগুলোকে সারি সারি রেজিস্টার থেকে কম্পিউটারে অর্ন্তভূক্ত করা এবং তথ্যের নির্ভূলতার ক্ষেত্রে ছাড় না দেবার মানসিকতা এই অর্জনকে অনেকটাই করতলগত করতে সহায়তা হয়েছে বলেই আমরা মনে করি। মূলত, গত দুইটি বছরে প্রতিটি সদস্যদের অসম্ভব পরিশ্রমের সফল পরিনতি আজকের বাউল ডেটাবেজ।   এই প্রসঙ্গে আমরা মনে করি, দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনী কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের  প্রয়োজন ভাবনার, প্রয়োজন পেশাদারী মনোভাবে কৌশলী প্রয়াস রচনার । বাউল টিম সেই পেশাদারী প্রয়াস রচনা করতে পেরেছে বলেই আমরা মনে করি। তারপরও যদি বাউল ডাটাবেজে গানের তথ্য সংক্রান্ত কিছু ভূল থেকে যায়, সেটি নিতান্তই অনিচ্ছাকৃত, অনাকাঙ্খিত দুর্ঘটনা। বাউল ডেটাবেজের পরবর্তী ভার্সনে, এ সকল দুর্ঘটনা অবশ্যই ঘটনায় রূপ লাভ করবে। পরিশেষে,  আমাদের পরিচালক মহোদয় জনাব মির শাহআলম স্যারের প্রতি অফুরান কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভাবনার সুযোগটি করে দেবার জন্য, ভাবনার স্বাধীনতাটুকু নিশ্চিত করার জন্য।  আজকে বাউল শুধুমাত্র গানের ডেটাবেজ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী দিনে বাউল বাংলাদেশের সকল অডিও কন্টেন্টের রাষ্ট্রীয় ডেটাবেজ হিসেবে আর্বিভূত হবে।  এমনটি ধারণ করি, এমনটিই বিশ্বাস করি। আর এটিও বিশ্বাস করি আমাদের জান্নাতরা, আমাদের হান্নানরা কাজটি একদিন অবশ্যই করে দেখাবে। প্রয়োজন শুধু কল্পনার সুযোগটি তৈরি  করে দেয়া।

বাউল টিমের পক্ষে,

– দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব

উপপরিচালক, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম

বাংলাদেশ বেতার।

 


বাউল টিম

বাউল উদ্বোধন: ২৬ মে ২০২০ খ্রিস্টাব্দ

উপদেষ্টা:

জনাব নারায়ণ চন্দ্র শীল, মহাপরিচালক, বাংলাদেশ বেতার

জনাব সালাহউদ্দিন আহমেদ, উপমহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার

জনাব কামাল আহমেদ, পরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার

নির্দেশনা:

জনাব মির শাহআলম, পরিচালক

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

পরিকল্পনা ও তত্বাবধান:

দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব, উপপরিচালক

বর্হিবিশ্ব কার্যক্রম, সংযুক্তি:  ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

গবেষণা ও বাস্তবায়ন:

সদস্য-১: জনাব জান্নাতুল ফেরদৌস, সহকারী পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম

সংযুক্তি:  ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

সদস্য-২: জনাব মোঃ আব্দুল হান্নান, সহকারী পরিচালক, ঢাকা আঞ্চলিক কেন্দ্র

সংযুক্তি:  ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

সদস্য-৩: জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রযোজনা সহকারী, ঢাকা আঞ্চলিক কেন্দ্র

সংযুক্তি:  ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

সদস্য-৪: জনাব তাজনীন বেগম, এককালীন চুক্তিবদ্ধ শিল্পী

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

সদস্য-৫: জনাব মোঃ মহিউদ্দিন, এককালীন চুক্তিবদ্ধ শিল্পী

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার


ট্রাসকা-ইভ টিম

ট্রাসকা-ইভ উদ্বোধন: ১৪ই জুলাই ২০১৬ খ্রিস্টাব্দ

উপদেষ্টা:

জনাব নেছার উদ্দিন ভূইয়া, মহাপরিচালক, বাংলাদেশ বেতার

জনাব সালাহউদ্দিন আহমেদ, উপমহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার

নির্দেশনা:

জনাব আনোয়ার হোসেন মৃধা, পরিচালক

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

তত্বাবধান ও সমন্বয়:

দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব, উপপরিচালক

বর্হিবিশ্ব কার্যক্রম, সংযুক্তি:  ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

পরিকল্পনা ও বাস্তবায়ন:

সদস্য-১: জনাব শুভময় চন্দ, সহকারী পরিচালক, ট্রান্সক্রিপশন সার্ভিস

সংযুক্তি:  ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

সদস্য-২: জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রযোজনা সহকারী, ঢাকা আঞ্চলিক কেন্দ্র

সংযুক্তি:  ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

সদস্য-৩: জনাব তাজনীন বেগম, এককালীন চুক্তিবদ্ধ শিল্পী

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

সদস্য-৪: জনাব মোঃ মহিউদ্দিন, এককালীন চুক্তিবদ্ধ শিল্পী

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার

—————————————————————————–

Print Friendly, PDF & Email

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service