জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে উক্তি সংকলন।

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম

বাংলাদেশ বেতার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে প্রচারেয় উক্তি সংকলন

সংকলনে: জান্নাতুল ফেরদৌস, সহকারী পরিচালক (অনুষ্ঠান)

——————————————————————————————

১। বঙ্গবন্ধুকে  নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি

প্রচার তারিখ: ১ থেকে ৩১ অগাস্ট ২০১৯ খ্রিঃ

প্রচার সময়: গানের বিরতিতে প্রয়োজন মত (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে)।

——————————————————————————————-

 

১। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল। ২০১৭ সালের অক্টোবরের শেষে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারী হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। 
–  জাতিসংঘের  শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা (ইউনেসকো)

 

২।‘ মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ’

বিবিসি’র বাংলা রেডিও সার্ভিস পরিচালিত জরিপ  অনুয়ায়ী।

 

৩। মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিত না।
-ফিনান্সিয়াল টাইমস, যুক্তরাজ্যের পত্রিকা ।

 

৪। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “পয়েট অফ পলিটিক্স” বা “রাজনীতির কবি” উপাধিতে ভুষিত করেন মার্কিন পত্রিকা।
-নিউজ উইক, যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন

 

৫। জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।
-সাহিত্যিক হুমায়ুন আজাদ

 

৬। আমি হিমালয় দেখিনি  কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।
–   কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো

 

৭। আমি কিংবদন্তির কথা বলছি

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।

তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন

সুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন

তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

— কবি আবু জাফর ওবায়দুল্লাহ

 

৮। যতকাল রবে পদ্মা যমুনা

গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার

শেখ মুজিবুর রহমান।
–    সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়

 

৯। বঙ্গবন্ধু সর্বকালের সাহসী নেতা।
–  ভারতের  প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি

 

১০। শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগণকে অনুপ্রাণিত করেছিলেন।
–  জাম্বিয়ার প্রথম প্রেসিডেন্ট কেনেথা কাউণ্ডা

 

১১। আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য।
–   ফিলিস্তিনের  প্রথম প্রেসিডেন্ট  ইয়াসির আরাফাত।

———————————————————————–

 

২। বঙ্গবন্ধুর মুত্যু  নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি সংকলন

প্রচার তারিখ: ১৫/০৮/২০১৯ খ্রিস্টাব্দ

প্রচার সময়: গানের ফাঁকে ফাঁকে প্রয়োজন মত (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে)।

—————————-

 

১। বঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু এতিম হয় নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে।
– জেমসলামন্ড

 

২। আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না।
– হেনরি কিসিঞ্জার

 

৩। শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে তুলনা করা যায়। জনগন তার কাছে এত প্রিয় ছিল যে লুই ইয়ের মত তিনি এ দাবী করতে পারেন আমি ই রাষ্ট্র। -পশ্চিম জার্মানী পত্রিকা

 

৪। শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন। তার অনন্যসাধারন সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য প্রেরণাদায়ক ছিল। – ইন্দিরা গান্ধী

 

৫। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। – হাসান মতিউর রহমান

 

৬। শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।
–কিউবার সাবেক রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রো

 

৭। শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ। – গৌরী প্রসন্ন মজুমদার

 

৮। দিকে দিকে আজ অশ্রম্নুগঙ্গা রক্তগঙ্গা বহমান নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান।
-অন্নদাশঙ্কর রায়

 

৯। জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। তারা জনগণকে উন্মাদ আর মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। একাত্তরের মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলো শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ আগ্নেয়গিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।
-হুমায়ুন আজাদ

 

১০। শেখ মুজিব দৈহিকভাবেই মহাকায় ছিলেন, সাধারণ বাঙালির থেকে অনেক উচুঁতে ছিলো তার মাথাটি, সহজেই চোখে পড়তো তার উচ্চতা। একাত্তরে বাংলাদেশকে তিনিই আলোড়িত-বিস্ফোরিত করে চলেছিলেন, আর তার পাশে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছিল তার সমকালীন এবং প্রাক্তন সকল বঙ্গীয় রাজনীতিবিদ।
-কেনেথা কাউণ্ডা

 

১১। শেখ মুজিব সরকারীভাবে বাংলাদেশের ইতিহাস এবং জনগনের হৃদয়ে উচ্চতম আসনে পূর্নপ্রতিষ্ঠিত হবেন। এটা শুধু সময়ের ব্যাপার। এটা যখন ঘটবে তখন নিঃসন্দেহে তার বুলেটবিক্ষত বাসগৃহ অত্যন্ত গুরুত্বপূর্ন স্মারকচিহ্ন এবং কবরস্থান পূন্যতীর্থে পরিনত হবে।
-ব্রায়ান বারণ (১৯৭৫)

——————————————————————————————

৩। বঙ্গবন্ধুর উচ্চারিত উক্তি সংকলন

প্রচার তারিখ: ১ থেকে ৩১/০৮/২০১৯ খ্রিস্টাব্দ

প্রচার সময়: গানের ফাঁকে ফাঁকে প্রয়োজন মত (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে)।

———————————

 

১.          “আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না।”

–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

২.        “মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে ” -–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

৩.         আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।

–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

৪          “সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা-আকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য-সংস্কৃতি।”

–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

৫.         “ আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে ” -–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

৬.         “ যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশী হলেও, সে একজনও যদি হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেবো ”

–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

৭.         “যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না। ”

–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

————————————————

 

Print Friendly, PDF & Email

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service