গুজব বিষয়ক প্রচারেয় বার্তা

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম

বাংলাদেশ বেতার

নির্দেশনা: প্রতি ঘন্টায় দুবার প্রচারিত হবে।

বিশেষ ঘোষণা

প্রিয় শ্রোতা, গুজব ছড়ানো একটি আইনত দন্ডনীয় অপরাধ। গুজবে কান দিয়ে বা অনুমান করে কাউকে সন্দেহ করে মারা, গণপিটুনি দেয়া, আহত বা নিহত করা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা আইনত দন্ডনীয় অপরাধ।

সাম্প্রতিক সময়ে, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে যা অসত্য এবং ভিত্তিহীন। গুজবে কান দেবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। কাউকে সন্দেহ হলে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

মনে রাখবেন, গণপটিুনি দিয়ে মানুষ হত্যা করা আইনত দন্ডনীয় অপরাধ। এরকম পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে এ ফোন করে পুলিশের সাহায্য নিন। কোন ক্রমেই আইন নিজের হাতে তুলে নিবেন না।

জনস্বার্থে: ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।

————————————————————

Print Friendly, PDF & Email

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service