নৌ সতর্ক বার্তা

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম

বাংলাদেশ বেতার

প্রচার তারিখ         :

প্রচার সময়           : প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পালা

প্রচার নির্দেশনা    :

[নৌপরিবহন অধিদপ্তরের পত্র নং- ১৮.১৭.০০০০.৪০০.২৫.০২৫.১৮/২৮৭৪, তারিখ : ১৫/০৫/২০১৯ খ্রিঃ অনুযায়ী নিম্নবর্ণিত বার্তাসমূহ (দৈব চয়নের ভিত্তিতে সর্বোচ্চ ৫ টি একবারে) ট্রাফিক সম্প্রচার কার্যক্রম থেকে প্রতিদিন বর্ষাকাল ব্যাপী (১৪ জুন থেকে ১৪ অগাস্ট ২০১৯ খ্রিঃ পর্যন্ত) প্রতি ঘন্টায় নূন্যতম একবার করে কথোপকথন ও সতর্ক বার্তা আকারে প্রচারের জন্য অনুরোধ জানানো হলো।]

———————————————————————–

জরুরী নৌ বিজ্ঞপ্তি

 

নৌযান মালিকদের প্রতি নির্দেশনা:

১। নির্ধারিত সংখ্যক ও নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করুন,

২। প্রতিটি লঞ্চে মোবাই ফোন ও রেডিও সরবরাহ নিশ্চিত করুন;

৩। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলে নৌযানের যাত্রা স্থগিত রাখার জন্য মাস্টারকে নির্দেশ দিন;

৪।যাত্রী বাহী নৌযানের দু’পাশের ভারী পর্দা ও রশি অপসারণ করুন;

৫। নৌযানের মাস্টার ব্রীজের যাত্রী সাধারণের অবাধ চলাচল বন্ধ করার জন্য দু’পাশ অস্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করুন;

৬। মাস্টার ব্রীজের উপর আলকাতরা লাগানোর ব্যবস্থা  করুন;

 

জনস্বার্থে : ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।

 ——————————————-

 

নৌ পথে যাত্রীদের প্রতি নির্দেশনা:

১। অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না, কারণ এর ফলে নৌযানের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়;

২। লঞ্চের ছাদে যাত্রী হয়ে ভ্রমণ করবেন না, এতেও নৌযানের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়;

৩। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুকি নিয়ে লঞ্চে ভ্রমন করবেন না;

৪। সুশৃঙ্খলভাবে লঞ্চে আরোহন ও আবতরণ করুন;

৫। পথিমধ্যে ঝড় দেখা দিলে এদিক ওদিক ছুটাছুটি না করে নিজের জায়গায় অবস্থান করুন;

৬। জীবন রক্ষাকারী বয়া হাতের নাগালে রাখুন;

৭। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানের নিচ থেকে উপরের দিকে এবং ছাদে উঠবেন না;

৮। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানের চালককে উত্ত্যক্ত বা চাপ প্রয়োগ করবেন না;

 

জনস্বার্থে : ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।

 ————————————–

 

 

মাস্টারদের (নৌযান চালকদের) প্রতি নির্দেশনা:

১। আবহাওয়ার পূর্বাবাস জেনে নৌযান নিয়ে বন্দর ত্যাগ করবেন;

২। সার্ভে সনদে উল্লেখিত যাত্রীর সংখ্যার অতিরিক্ত যাত্রী বহণ করবেন না;

৩। ডেকের উপর যাত্রীদের বসার স্থানে ব্যবসায়িক মালামাল পরিবহন করবেন না;

৪। ধারণ ক্ষমতার  অতিরিক্ত মালামাল বহণ করবে না;

৫। হ্যাচের মধ্যে মালামাল রেখে হ্যাচ কভার নাট-বল্টু দিয়ে পানিরোধকভাবে বন্ধ করার ব্যবস্থা করবেন এবং নাট-বল্টু রংমুক্ত ও গ্রীজ দিয়ে ফ্রি রাখুন;

৬। নির্দিষ্ট সংখ্যক বয়া নৌযানের আছে কিনা, নিশ্চিত করুন;

৭। প্রয়োজনের সময় যাত্রীরা যাতে সহজে বয়া ব্যবহার করতে পারে সে ভাবে রাখুন;

৮। যাত্রার পূর্বে ইঞ্জিন ভালবাবে কাজ করছে কিনা পরীক্ষা করুন;

৯। নেভিগেশনাল বাতিসমূহ সচল আছে কিনা , যাত্রার পূর্বে নিশ্চিত হোন;

১০। পথি মধ্যে ঝড়ের আশংকা দেখা দিলে নৌযানকে নিরাপদ স্থানে সরিয়ে নিন বা কিনারায় ভিড়িয়ে রাখুন;

১১। নৌযানে মোবাইল ফোন ও রেডিও রাখুন এবং নিয়মিত আবহাওয়ার বুলেটিন শুনুন;

১২ আবহাওয়া অবনতি হওয়ার আশংকা থাকলে নৌযান ছাড়ার পূর্বে পরবর্তী বন্দরের পোর্ট অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করে নৌযান ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন;

১৩। বৈধ কাগজপত্র বিহীন নৌযান পরিচালনা করবেন না,

১৪ নির্দিষ্ট সংখ্যক এবং নির্ধারিত গ্রেডের মাস্টর- ড্রইভার নৌযানে না থাকলে নৌযান পরিচলনা করবেন না;

১৫ ঝড়ের সময় যাত্রীবাহী নৌযানের দু’পাশের ভারী পর্দা উঠিয়ে শক্ত করে বেঁধে রাখুন যাতে অবাধে বাতাস প্রবাহিত হতে পারে;

১৬ যাত্রীরা যাতে নৌযানের ছাদে উঠতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন।

১৭। প্রতিটি  লঞ্চের মাষ্টার লঞ্চ ছাড়ার স্থান ও গন্তব্য স্থানের পোর্ট অফিসারদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে চলবেন।

জনস্বার্থে : ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।

———————————————————————

Print Friendly, PDF & Email

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service