বঙ্গবন্ধুর ঈদ (পর্ব:২)

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্য সবার মতো পারিবারিক সান্নিধ্যে আনন্দ উচ্ছলভাবে ঈদ উদযাপন সচরাচর করতে পারতেন না। বঙ্গবন্ধু জীবনের ৪ হাজার ৬৮২ দিন জেলে কাটিয়েছেন, যা বছরের হিসাবে প্রায় ১৩ বছর! ফলে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অনেক ঈদ কেটেছে জেলের ভেতর কয়েদি হিসেবে।

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম থেকে আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে (৫ই জুন ২০১৯ খ্রিস্টাব্দ) বেলা ৪টা ১৫ মিনিটে প্রচারিত “বঙ্গবন্ধুর ঈদ” বিষয়ক বিশেষ কথিকার দ্বিতীয় পর্ব শেয়ার করছি সকলের সাথে।

কথিকাটির নির্দেশনায় ছিলেন মির শাহআলম। শব্দ ধারণ করেছেন মোঃ রফিকুল ইসলাম।

কথিকাটির গ্রন্থনা, সম্পাদনা এবং প্রযোজনা করেছেন দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।

 

 
[নির্দেশনা: শুধুমাত্র পবিত্র ঈদুল ফিতরের দিন প্রচারযোগ্য।]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service