“সুপ্রভাত ঢাকা: অনুষ্ঠান নির্মাণ সহায়িকা” শীর্ষক পুস্তক প্রকাশ

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার থেকে ৬ই জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে “সুপ্রভাত ঢাকা : অনুষ্ঠান নির্মাণ সহায়িকা” শিরোনামে একটি পুস্তক প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে মহাপরিচালক, বাংলাদেশ বেতার মহোদয়ের উপস্থিতিতে একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় মহাপরিচালক, বাংলাদেশ বেতার জনাব নারায়ণ চন্দ্র শীল পুস্তক প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই ধরণের আরও উদ্যোগ গ্রহণের জন্য উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের আরো সমৃদ্ধি কামনা করেন।
“সুপ্রভাত ঢাকা : অনুষ্ঠান নির্মাণ সহায়িকা” শীর্ষক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) জনাব সালাহউদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে কর্মরত আধিকারিক, উপস্থাপক-উপস্থাপিকাসহ সংশ্লিষ্ট সকল অংশীজন উপস্থিত ছিলেন।
“সুপ্রভাত ঢাকা: অনুষ্ঠান নির্মাণ সহায়িকা” পুস্তকের কন্টেন্ট ডাউনলোড করতে নিচের লিঙ্ক ক্লিক করতে পারেন।
অবতরণিকা ও অধ্যায়-১: প্রবন্ধসমূহ (পৃষ্ঠা ১ – ৭১ পর্যন্ত)
অধ্যায়-২ : শুভ জন্মদিন (পৃষ্ঠা ৭২ – ২০৯ পর্যন্ত)
অধ্যায়-৩ : আজকের ব্যক্তিত্ব (পৃষ্ঠা ২১০ – ৩৪৯ পর্যন্ত)
অধ্যায়- ৩ : আজকের ব্যক্তিত্ব (পৃষ্ঠা ৩৫০ – ৪৯৮ পর্যন্ত)

মূলত, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার গত এক বছর ধরে “সুপ্রভাত ঢাকা” প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান শিরোনামে নব্বই মিনিট স্থিতির একটি সজীব ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করছে। শনিবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৯.০০ টা পর্যন্ত অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগর কেন্দ্রিক বিভিন্ন বার্তাসহ তাৎক্ষণিক স্পট রিপোর্ট, দিবসভিত্তিক সমাজ আলোকিত করা মনীষীদের জন্ম তারিখ, নির্বাচিত অনুস্মরণীয় ব্যক্তিত্ব সম্পর্কে কথামালা ও আলোচনা, মহানগরীর ট্রাফিক সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদন, প্রতি ঘন্টার সর্বশেষ সংবাদসহ স্বাস্থ্য সম্পর্কিত বার্তা, দেশের ঐতিহ্যবাহী কোনও স্থান নিয়ে আলোচনা, নির্দিষ্ট নির্বাচিত বিষয়ে গুণীজনদের বাণী, মহানগরীর সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কিত বার্তা, আন্ত:নগর ট্রেনের সময়সূচি, প্রযোজ্য ক্ষেত্রে খেলাধুলার সংবাদ এবং প্রাসঙ্গিক জনপ্রিয় গান প্রচার করা হয়।
সুপ্রভাত ঢাকা প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠানে বছরব্যাপী যে তথ্য-উপাত্ত প্রচারিত হয়েছে, সেগুলোকেই সংরক্ষণ এবং পরবর্তীতে আরো পরিমার্জিতরূপে উপস্থাপন ও প্রচার পরিকল্পনার আরো উন্নতকরণে ভবিষ্যৎ কার্যক্রমকে সহজ করার দৃঢ় সংকল্প নিয়ে “সুপ্রভাত ঢাকা: অনুষ্ঠান নির্মাণ সহায়িকা” শিরোনামে পুস্তক প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের সকল কর্মকর্তা, স্টাফ আর্টিস্ট, পান্ডুলিপি লেখক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ঠ থেকেছেন।
————————————–
– আহসান হাবীব, উপপরিচালক, বাংলাদেশ বেতার।
৬ই জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ।