ম্যাগাজিন অনুষ্ঠানের বিষয়বস্তু নির্বাচন

বেতার ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে ম্যাগাজিন অনুষ্ঠান বহুল ব্যবহৃত একটি ফরম্যাট। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বিষয়বস্তু কিভাবে নির্বাচন করা হয়- এই বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বেতারের তিন জন আধিকারিক।

ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে আগ্রহীজনদের প্রশ্নের উত্তর পেতে আশা করছি ভিডিও ক্লিপটি সহায়ক হবে।

-আহসান, উপপরিচালক, বাংলাদেশ বেতার।

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service