ট্রাফিক এফএম ৮৮.৮ পরিচিতি সঙ্গীত

ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার প্রতিদিন সকাল ৭.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এফ এম রেডিও স্টেশন, যা ৮৮.৮ মেগা হার্জে অনুষ্ঠান প্রচার করে থাকে। তথ্য ও বিনোদন প্রদানের মাধ্যমে ঢাকা শহরের শ্রোতাদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে অধিকতর সচেতনতা সৃষ্টিই স্টেশনটি পরিচালনার মূল উদ্দেশ্য।

মূলত, ঢাকা শহরের তরুন শ্রোতাদের মাঝে স্টেশনটির প্রতি আকর্ষণ সৃষ্টির জন্য এই প্রমোশনাল গানটি নির্মাণ করা হয়েছে। জনাব আয়েত হোসেন উজ্জল-এর রচনায় গানটির সুর ও মিউজিক কম্পোজ করেছেন রুমন হায়াত। গানটিতে কন্ঠ দিয়েছেন মোট আট জন মেধাবী শিল্পী। এরা হলেন, অবন্তী সিথী, শাহিনা হক, মোমতাজ রহমান লাবনী, দেবিকা পোদ্দার, বাবুল রেজা, মোঃ মতিউর রহমান, খালেদ মুন্না ও সজল দেওয়ান।

জনাব সালাহউদ্দিন আহমেদের নির্দেশনায় এবং জনাব মির শাহ আলমের তত্ত্বাবধানে গানটির প্রযোজনা করেছেন জনাব দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।

আশা করছি গানটি আমাদের শ্রোতাবৃন্দ সাদরে গ্রহণ করবেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service