“সুপ্রভাত ঢাকা” সূচনা সঙ্গীত
সুপ্রভাত ঢাকা -প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান প্রতি দিন (শনিবার ব্যতীত) সকাল ৭.৩০ থেকে ৯.০০ টা পর্যন্ত ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার থেকে নিয়মিত প্রচার হয়।
অনুষ্ঠানটির প্রতি শ্রোতাদের দৃষ্টিআকর্ষণের জন্য সম্প্রতি এই সূচনা সঙ্গীতটি নির্মাণ করা হয়। সূচনা সঙ্গীতের রচয়িতা সাংবাদিক ও গীতিকার মামুন-উর-রশীদ, সুরকার অশোক কুমার পাল, শিল্পী: বশিরুজ্জামান সাব্বির ও রন্টি দাশ।
বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) জনাব সালাহউদ্দিন আহমেদের নির্দেশনায় ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতারের পরিচালক জনাব মির শাহ আলম-এর তত্ত্বাবধানে সূচনা সঙ্গীতটির প্রযোজনা করেছেন দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।
জনস্বার্থে: ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।