চোখের দেখা প্রাণের কথা: আজিজুল হাকিম
প্রচার তারিখ: ১৮ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার, প্রচার সময়: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।
“চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন আপন আলোয় উদ্ভাসিত একজন ব্যক্তিত্ব। যিনি শুনিয়ে থাকেন তার জীবন অভিজ্ঞতার গল্প। অনুষ্ঠানে অতিথির পছন্দের সাতটি গান প্রচারিত হয়। “চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের এই পর্বের অতিথি নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা আজিজুল হাকিম।

বেতার, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা আজিজুল হাকিমের জন্ম কুমিল্লা জেলায়। পিতা প্রকৌশলী আব্দুল হাকিম, মাতা মহিজুন্নেসা। মঞ্চে আজিজুল হাকিমের উল্লেখযোগ্য নাটক হলো গিনিপিগ, ইবলিস, ওরা কদম আলী, সমতট, জয় জয়ন্তী, পাথর, ওরা আছে বলে। আজিজুল হাকিম ১৯৮১ খ্রিস্টাব্দে টেলিভিশনে কাজ করা শুরু করেন। প্রথম টেলিভিশন নাটক “দিনরাত্রির খেলা”। বাংলাদেশ বেতারে কাজ করা শুরু করেন ১৯৮৪ খ্রিস্টাব্দ থেকে। অভিনয় জীবনের প্রায় চার দশক পার করেছেন। নিজের সম্পর্কে আত্ম মূল্যায়ন করে আজিজুল হাকিম বলেন, “মানুষের হৃদয়ে আমার জন্য যে ভালবাসা, এটি আমার জন্য বড় অর্জন। এই ভালবাসাটুকু যাতে অটুট থাকে সে জন্য আজীবন কাজ করে যেতে চাই। সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা আছে, তা থেকে যেন কখনো বিচ্যুত না হই”।
আজিজুল হাকিম পড়তে ভালবাসেন। হরি শংকর জলদাস রচিত “রাম গোলাম” উপন্যাসটি তার পছেন্দের বইগুলোর একটি। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা প্রসঙ্গে, আজিজুল হাকিম বলেন, “আমার মাঝে মাঝেই মনে হয় আমরা রাস্তায় যখন চলি, তখন কিন্তু আমাদের রাস্তার চারপাশটা খেয়াল করেই চলা উচিত। আমরা যারা গাড়ি চালাই বা আমরা যারা রাস্তায় হাঁটা-হাঁটি করি, প্রত্যেকেরই এই সচেতনতাটা অনেক বেশী প্রয়োজন”।
প্রিয় শ্রোতা, “চোখের দেখা প্রাণের কথা: আজিজুল হাকিম” পর্বটি শুনতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
-জনস্বার্থে, ট্রাফিক এফএম ৮৮.৮ মেগাহার্জ, বাংলাদেশ বেতার।
Podcast: Play in new window | Download