কেটে যাবে কালো রেখা

করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েবজনিত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন দেশের সকল শ্রেণী পেশার মানুষের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করা। একই সাথে প্রয়োজন সাহস ও মনোবল নিয়ে জীবনের গতিকে যতটা সম্ভব এগিয়ে নেয়া। সম্মিলিত প্রয়াসে এই দুর্যোগ অবশ্যই একদিন কেটে যাবে।

আবার হবে দেখা, কেটে যাবে কালো রেখা….

অনুপ্রেরণামূলক এই ভিডিওটির প্রচার দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে উদ্বুদ্ধকরণে সহায়ক উপকরণ হবে বলে আমরা মনে করি।

কেটে যাবে কালো রেখা

—————————–

আমি কি আর গাইতে পারবো না

এই সুন্দর প্রিয় মার্তৃভূমিতে-

নগ্ন পায়ে হাটতে পারবো না

শিশির ভেজা ঘাসের উপর?

যেতে কি আর পারবো না রমনার বটমূলে

নববর্ষের অনুষ্ঠান উদযাপনে কিংবা

পল্টনের ঐতিহাসিক বিশাল উদ্যানে

শুনবো না কোনো কালজয়ী ভাষণ?

২। মিউজিক : আবার হবে দেখা, কেটে যাবে কালো রেখা।

সদরঘাটের পল্টুন আজ শূণ্য

নেই হাঁক-ডাক সুনসান নিরবতা:

নেই লঞ্চের ভেঁপু বা সাইরেন

চারদিকে কেবলি অলস!

ওদিকে কমলাপুরের প্ল্যাটফরমে নেই

ভিক্ষুকদের আনাগোনা-

হকার একটিও নেই পত্রিকা হাতে

সান্টিং করছে না কোনো ট্রেন!

নেই কুলি মজুর, যাত্রীদের দৌড়ে চলা

ট্রেন ধরার প্রাণান্ত প্রতিযোগিতা,

হুমড়ি খেয়ে পড়া-টিকিট কাটার দীর্ঘ লাইন

সব কিছু মানুষ ভুলে গেছে কী?

৩। মিউজিক : আবার হবে দেখা, কেটে যাবে কালো রেখা।

সকাল থেকে রাত অবধি দৌড়ে চলা সেই

মানুষের এখন একটাই কাজ- বিশ্রাম:

কেবলি বাড়িতে থাকা- চোখ রাখা

এক ঘাতকের প্রতি- কেন না

দয়ামায়া হীন আতঙ্কের নাম

করোনা!

৪। মিউজিক : আবার হবে দেখা, কেটে যাবে কালো রেখা।

আতঙ্ক পিছু ছাড়ছে না কারো

চোখে মুখে মনে হয় কেবলি সন্দেহ,

হাসি মুখে কথা কেউ বলে না আর

বাড়িতে বাড়িতে আড্ডা হারিয়ে গেছে-

ক্যাফেতে ধুমায়িত হচ্ছে না কফির পেয়ালা

ক্যাপোচিনো- এসপ্রেসোর নেই অর্ডার

শূণ্য টেবিলে মেনু, চেয়ার-টেবিল তাকিয়ে আছে

অনন্ত প্রতীক্ষার প্রহরে!

তাই, কান পাতলেই শোনা যায়

ঘড়ির টিকটিক শব্দ-

গাছের পাতায় শির শির শব্দে

দূ-রে ডেকে উঠে টিয়া পাখি।

এমন দিবা স্বপ্ন কেউ দেখেনি

পৃথিবী তবু দাপিয়ে বেড়াচ্ছে সে-

চোখ রাঙিয়েছে বিশ্ব সেরাদের

মনে হচ্ছে- আজ সত্যি মানুষ বড় অসহায়!

৫। মিউজিক : আবার হবে দেখা, কেটে যাবে কালো রেখা।

আশায় আশায় জয়িতার জীবনে

ঘনিয়ে এলো অমাবস্যার রাত

নিকষ কালো আধারে

স্বামী তার চলে গেছে ওপারে-

কথা ছিল ছুটিতে ফিরবে বাড়ী

জানাবে জয়িতা তার অনাগত সন্তানের কথা

দেখাবে ছোট ছোট জামা কাপড়

করোনা সব স্বপ্ন কেড়ে নিয়েছে তার!

সাজানো গোছান সংসার জয়িতার

আজ সবই সাদা-কালো

তবু আশার আলো জ্বলছে ছোট্ট কুটিরে

জানান দিচ্ছে নতুন করে স্বপ্ন দেখার

স্বামীর পবিত্র স্মৃতিটুকু নিয়ে

সেই সাদা-কালোয় চড়াবে রঙিন প্রলেপ

নব উদ্যমে- নব বিশ্বাসে

ওরা জাগবে- ওদের জাগতেই হবে!

—————————–

রচনা:

মামুন-উর-রশীদ

সুর ও সঙ্গীত :

অশোক কুমার পাল

শব্দ গ্রহণ:

শেখ আব্দুল সেলিম

আবৃত্তি:

ভাস্বর বন্দ্যোপাধ্যায়

শারমিন লাকি

কন্ঠশিল্পী:

সামিনা চৌধুরী

সহশিল্পী:

ফেরদৌসী বিউটি

শংকর কুমার পাল

ক্যামেরাম্যান:

জিয়াউল মাহমুদ শাওন

ভিডিও সম্পাদনা:

মোঃ আবু বকর সিদ্দিক মিয়া

বিশেষ ধন্যবাদ:

জান্নাতুল ফেরদৌস

ডাঃ তাসমীহ আহমেদ হুমা

বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ

কৃতজ্ঞতা স্বীকার:

প্রধানমন্ত্রীর ফটো/ভিডিও গ্যালারি

(প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

ইউটিউব ও গুগল

পৃষ্ঠপোষকতা:

হোসনে আরা তালুকদার, মহাপরিচালক, বাংলাদেশ বেতার

নির্দেশনা:

সালাহউদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার

তত্ত্বাবধান:

এস. এম. জাহিদ হোসেন

পরিচালক, সঙ্গীত ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার

প্রযোজনা:

দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব, উপপরিচালক, বাংলাদেশ বেতার

জনস্বার্থে: এফএম ৮৮.৮ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।

১লা ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।

#KeteJabeKaloRekha #Trafficfm #BangladeshBetar

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service