চোখের দেখা প্রাণের কথা: দীপা খন্দকার
প্রচার তারিখ: ৬ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার, প্রচার সময়: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।
“চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন আপন আলোয় উদ্ভাসিত একজন ব্যক্তিত্ব। যিনি শুনিয়ে থাকেন তার জীবন অভিজ্ঞতার গল্প। অনুষ্ঠানে অতিথির পছন্দের সাতটি গান প্রচারিত হয়। “চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি অভিনেত্রী দীপা খন্দকার।

দীপা খন্দকার। অভিনয় এবং মডেলিং উভয় অঙ্গনেই রেখেছেন দক্ষতার ছোঁয়া। হাসি, খুশি, গল্প, আড্ডা সব মিলিয়ে প্রাণবন্ত মানুষ তিনি। শো-বিজে পথ চলার প্রায় দুই দশক অতিক্রম করেছেন তিনি। পথ চলতে চলতে বহু বাধাঁ-বিঘ্ন এলেও দীপা থেমে যাননি। তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এখন বেছে বেছে কাজ করতে আগ্রহী। অভিনেত্রী দীপা খন্দকার নিজের জীবনের কর্ম ও অভিজ্ঞতা সম্পর্কে আত্মমূল্যায়ন করে বলেন: “আমি অভিনয়ে সন্তুষ্ট”।
দীপা খন্দকার আত্মজীবনীমূলক বই পড়তে পছন্দ করেন। তিনি শ্রোতাদের বই পড়ার অভ্যাস ধরে রাখার জন্য অনুরোধ করেছেন। তার মতে, “বই পড়ার অভ্যাসটি ছেড়ে দিলে ছেড়ে দেয়াই হয়। জীবনে কোন কিছু ছাড়তে নেই। সব কিছু ধরে রাখতে হয়। এর ফলে দেখা যাবে, এক সময় আপনি অনেক কিছু ধরে আছেন।”
সড়ক দুর্ঘটনা প্রসেঙ্গে দীপা খন্দকার বলেন, মিডিয়া ব্যক্তিত্ব তারেক মাসুদ এবং মিশুক মনিরের সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু শুধুই দুর্ঘটনা নয় বরং এটি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং কারা ড্রাইভিং করবেন –এই বিষয়ে কঠোর হতে হবে। যারা গাড়ী চালাচ্ছেন তার কতটুকু ট্রাফিক নিয়ম মানেন এবং জানেন সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, “ড্রাইভিং প্রশিক্ষণের সময় সচেতনতার বিষয়টি অবশ্যই অনুসরণ করা প্রয়োজন”। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, “সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য ড্রাইভাদের শুধু গাড়ী চালানো জানলেই হবে না, মানসিক সামর্থ্যর বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।”
প্রিয় শ্রোতা, “চোখের দেখা প্রাণের কথা: দীপা খন্দকার” পর্বটি শুনতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Podcast: Play in new window | Download