চোখের দেখা প্রাণের কথা: জিনাত সানু স্বাগতা
প্রচার তারিখ: ২০ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ, বুধবার, প্রচার সময়: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।

“চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন আপন আলোয় উদ্ভাসিত একজন ব্যক্তিত্ব। যিনি শুনিয়ে থাকেন তার জীবন অভিজ্ঞতার গল্প। অনুষ্ঠানে অতিথির পছন্দের সাতটি গান প্রচারিত হয়। “চোখের দেখা প্রাণের কথা” অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি চলচ্চিত্র অভিনেত্রী জিনাত সানু স্বাগতা।
শিল্পীর পুরো নাম জিনাত সানু স্বাগতা। অভিনয়, উপস্থাপনা ও সঙ্গীত অঙ্গনে তিনি রেখেছেন দক্ষতা ছোঁয়া। হাসি, খুশি, গল্প, আড্ডা সব মিলিয়ে প্রাণবন্ত মানুষ তিনি। সাংস্কৃতিক অঙ্গনে ছোট বেলা থেকেই পদচারণা। সময়ে হিসাবে প্রায় ১৫ বছর। অভিনেত্রী স্বাগতা নিজের জীবনের কর্ম ও অর্জন সম্পর্কে আত্ম মূল্যায়ন করে বলেন, “আমি একজন শিল্পী”।
বই পড়া ব্যাপরটা স্বাগতার কাছে নেশার মত। তিনি শ্রোতাদের সুফিয়া কামাল রচিত “একাত্তরের ডায়েরি” বইটি পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তার মতে, এই বইটি পড়ার মাধ্যমে একজন শ্রোতা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সাহসিকতা সস্পর্কে জানতে পারবেন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা প্রসঙ্গে স্বাগতা বলেন, আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বয়সের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তিনি আরও মওন করেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
প্রিয় শ্রোতা, “চোখের দেখা প্রাণের কথা: জিনাত সানু স্বাগতা” পর্বটি শুনতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Podcast: Play in new window | Download