বাংলাদেশ বেতার অ্যাপ
বাংলাদেশ বেতার, দেশের কথা বলে। বাংলাদেশ বেতার, জনগণের কথা বলে।দেশ ও দেশের মানুষের সর্বশেষ বার্তা আপনার নিকট পৌঁছে দেবার জন্য বাংলাদেশ বেতারের উদ্ভাবন “বাংলাদেশ বেতার অ্যাপ”। দেশের যে কোনও স্থানসহ বিশ্বের যে কোন প্রান্ত থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনতে আপনার মোবাইল ফোনে ইন্সটল করুন বাংলাদেশ বেতারের অ্যাপ।

অ্যাপ ইন্সটল করতে আপনার এ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর অপসনে গিয়ে সার্চ অপসনে ইংরেজিতে টাইপ করুন বাংলাদেশ বেতার। অথবা, আইফোনের এ্যাপল স্টোরের সার্চ অপসনে ইংরেজিতে টাইপ করুন “বাংলাদেশ বেতার” (B A N G L A D E S H B E T A R)। এরপর আপনার মোবাইল ফোনের স্ক্রিনে বাংলাদেশ বেতারের লোগো চিহ্নিত সবুজ আইকনে ক্লিক করুন এবং এ্যাপটি আপনার ফোনে ইন্সটল করুন ।
বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বরিশাল কেন্দ্র এবং ট্রাফিক সম্প্রচার কার্যক্রমসহ বাণিজ্যিক কার্যক্রম ও বর্হিবিশ্ব কার্যক্রমের অনুষ্ঠান শুনুন আপনার মোবাইল ফোনে।
বাংলাদেশ বেতার অ্যাপ। সবার জন্য, সব সময়, সবখানে।জনস্বার্থে: বাংলাদেশ বেতার।
কন্ঠ: ফারজানা হোসাইন, শব্দ ধারণ: মোঃ রফিকুল ইসলাম, নির্দেশনা: সালাহউদ্দিন আহমেদ, তত্ত্বাবধান: রওনক জাহান, গ্রন্থনা, সম্পাদনা ও প্রযোজনা: দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।