বাংলাদেশ আমার পারবেই পারবে

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন শ্রেণী পেশার জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কল্পে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার থেকে “বাংলাদেশ আমার পারবেই পারবে” শিরোনামে একটি প্রমোশনাল মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। অনুপ্রেরণামূলক এই মিউজিক ভিডিওটির প্রচার দেশের সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে সহায়ক উপকরণ হবে বলে আমরা মনে করি।

————————————-

গানের কথা

জালাল চৌধুরী

সুর ও সঙ্গীত

রুমন হায়াত

অডিও রেকর্ডিং ও মাস্টারিং

রুমন হায়াত ও লনি

কন্ঠশিল্পী: রুমানা ইসলাম, খান আসিফুর রহমান আগুন, তাসমিহ আহমেদ হুমা, প্রিয়াংকা বিশ্বাস, ইস্মত জাহান ইস্মিতা, দেবিকা পোদ্দার, কে এম জি শাওয়াল, মোঃ মতিউর রহমান, সজল দেওয়ান, আকরাম দেওয়ান ঝুলন।

—————————-

বিজয় পেয়েছি মোরা একাত্তরে

বুনেছি সম্ভাবনা আগামীর

গড়ছি স্বপ্ন নিয়ে এই দেশটারে

দূর্যোগ বাধা ভেঙ্গে বারে বারে ।

এনেছি বিজয় আমরাই সংগ্রামী বীর

হারিনি হারবো না হারিনি হারবো না

হারবো না কোন দিন।

দুর্বার বাংলাদেশ আমার

পারবেই পারবে ।

ভয় নেই মেঘের কোলে

রোদ আবার হাসবে ।

সংকট রুখে দিতে বিশ্ব জুড়ে

সাহসী যোদ্ধারা আজ ধরেছে হাল ।

মানবতা শুধুই এই অন্তরে

জীবন ঝুকিকে তারা সাথী করে

করছে সেবা , উড়িয়ে হৃদয়ে আশার পাল ।

হারিনি হারবোনা

জ্বালাবেই যোদ্ধারা

বিজয়ের মশাল।

বাংলাদেশ আমার পারবেই পারবে

সুখের ঠিকানার নাও ভিড়বেই।

—————————————————-

ক্যামেরা ও ভিডিও সম্পাদনা

জিয়াউর রহমান

বিশেষ ধন্যবাদ

জান্নাতুল ফেরদৌস

সহকারী পরিচালক (অনুষ্ঠান)

বাংলাদেশ বেতার।

কৃতজ্ঞতা স্বীকার

প্রধানমন্ত্রীর ফটো/ভিডিও গ্যালারি

(প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

ইউটিউব ও গুগল

পৃষ্ঠপোষকতা

আহম্মদ কামরুজ্জামান

মহাপরিচালক, বাংলাদেশ বেতার

নির্দেশনা

সালাহউদ্দিন আহমেদ

অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান)

বাংলাদেশ বেতার

তত্ত্বাবধান

মোঃ ছালাহউদ্দিন আহমেদ

উপমহাপরিচালক (অনুষ্ঠান)

বাংলাদেশ বেতার

প্রযোজনা

দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব

উপপরিচালক, বাংলাদেশ বেতার

জনস্বার্থে: এফএম ৮৮.৮ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার। ১০ই ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service