আমাদের কন্ঠ প্রোগ্রাম মোটো
বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার থেকে ২০২০ খ্রিস্টাব্দে “আমাদের কন্ঠ” শিরোনামে একটি বেতার ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করা হয়। দেশের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীই ছিল মূলত অনুষ্ঠানটির লক্ষ্যদল । অনুষ্ঠানটির প্রচার উপলক্ষ্যে নির্মিত “প্রোগ্রাম মোটো” আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করছি।
—————————–
বাংলাদেশের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নিজস্ব অধিকার বিষয়ে অধিকতর সচেতনতা সৃষ্টর উদ্দেশ্য নিয়ে নির্মাণ করা হয়েছে বেতার ম্যাগাজিন অনুষ্ঠান “আমাদের কন্ঠ”।
হিউম্যান রাইটস প্রোগ্রাম, ইউএনডিপি এবং বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে নির্মিত “আমাদের কন্ঠ” অনুষ্ঠানটি প্রতি সোমবার বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার থেকে মিডিয়াম ৬৩০ কিলোহার্জ, এফ এম ১০৪ মেগা হার্জে দুপুর ২ টা ৩০ মিনিটে দেশব্যাপী প্রচারিত হয়। এছাড়াও বাংলাদেশ বেতারের সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল কেন্দ্র থেকে অনুষ্ঠানগুলো পুনঃপ্রচার করা হয়ে থাকে।
আমাদের কন্ঠ ম্যাগাজিন অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলে।
প্রচারে: বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার।
ক্লিপটিতে কন্ঠ দিয়েছেন কামরুন্নাহার হেলেন, শব্দ ধারণ করেছেন মোঃ রফিকুল ইসলাম। নির্মাণ তত্ত্বাবধান করেছেন জনাব গোলাম রব্বানী, প্রযোজনা করেছেন দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।
———————-
জনস্বার্থে: ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।