মাইগভ মোবাইল অ্যাপ

বাংলাদেশের সকল সরকারী সেবা একটি মাত্র প্ল্যাটফর্মে আনার অঙ্গীকার নিয়ে চালু করা হয়েছে সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম “আমার সরকার”, ইংরেজিতে “মাইগভ”।

আমার দরকারে

আমার সরকার

আমার সাথে রয়।

ঘরে বসেই মোবাইল ফোনেই

সব সমাধান হয়।

মাই গভ অনলাইনেই হয় সব।

মাই গভ অ্যাপের মাধ্যমে সেবাগ্রহণকারী যে কোন সময় যে কোন স্থান থেকে সকল সেবার আবেদন, সেবার অগ্রগতি জানার পাশাপাশি সেবা সংশ্লিষ্ঠ ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।

সেবা গ্রহণের সময় যে কোন জটিলতায় অ্যাপের মাধ্যমেই ৩৩৩ নম্বরে কল করে সেবা নিতে পারবেন।

অধিকতর সহযোগিতার জন্য মাই গভ স্বয়ংক্রিয়ভাবে নিকটস্থ ডিজিটাল সেন্টারের সাথে সংযুক্ত করবে।

মোবাইল অ্যাপ মাইগভ

সমন্বিত সেবায় জনবান্ধব, মাইগভ।

বিস্তারিত জানতে, ব্রাউজ করুন মাইগভ ডট বিডি। আবার বলছি mygov.bd

জনস্বার্থে: এ টু আই. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ।

———————————

ট্রান্সক্রিপশন সার্ভিস, বাংলাদেশ বেতার কর্তৃক নির্মিত জনস্বার্থ সংশ্লিষ্ট এই ঘোষণার সঙ্গীত অংশে কন্ঠ দিয়েছেন চম্পা বনিক ও বশিরুজ্জামান সাব্বির। এ ছাড়া ঘোষণা অংশে কন্ঠ দিয়েছেন রওনক জাহান ও খন্দকার সামসুজ্জোহা।

সঙ্গীত আয়োজন: অশোক পাল ।

পান্ডুলিপি রচনা ও প্রযোজনা: দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।

রেকর্ডিং: ০৬/০৬/২০২১ খ্রিস্টাব্দ।

———————————

জনস্বার্থেঃ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার। ১ অগাস্ট ২০২১ খ্রিস্টাব্দ। #mygov#trafficfm#মাইগভ

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service