জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই।

[ Humble tribute on the 46th martyrdom anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the greatest architect of Bengali independence of all time. May Allah make Him and all the martyrs of His family dwell in Paradise, Ameen.]

—————————————–

কবিতা: শ্রাবনের কান্না

কবি: রাম চন্দ্র দাস

আবৃত্তি: হাসান মাহাদী লাল্টু

—————————————–

সে দিনটিও ছিল অন্য সকল শ্রাবণ দিনের মত,
আকাশ জুড়ে ঘন মেঘের ঘনঘটা
সকালের সলাজ সূর্যোদয়,
বৃষ্টির গান, কদম ফুলের সুরভিত প্রকাশ
সব কিছুই ছিল অন্য সব বরষা দিনের মতই ছন্দময়।

ছিল চিরায়ত স্বরুপে উছলে ওঠা নদী,
থৈ থৈ জলে ভাসা আউশের ক্ষেত
দমকা হাওয়ার সাথে আকাশের বুকচেরা বজ্র-ঝিলিক,
ভেজা কাক আর কাকভেজা কিশোরের ছোটাছুটির অন্তঃমিল
সবই চলছিল প্রকৃতির স্বভাবসিদ্ধ সাবলীলতায়।

কিন্তু সেই শ্রাবণ দিনের অন্ধ রন্ধ্রে, জনচক্ষুর অন্তরালে
জঘন্য ষড়যন্ত্রের জাল বুনে চলছিল কিছু আঁধারের কীট
স্বচ্ছ দৃষ্টির কোনো চোখেই পড়েনি তার বুনন
দিনের আলোয় কেউই দেখেনি তার অনন্ত আঁধার।

নিঝুম রাতের শিয়রে ঘুমিয়ে যে মহাপ্রাণ
তাঁরই অস্তিত্বে জ্বলতে চলেছে যে সীসার আগুন,
সে কথাটি কেউ ভুলেও ভাবেনি সেই শ্রাবণের দিনে।

রাতটি ছিল অন্যরকম অন্ধকার,
সে রাতেই নিভে যায় আশার সূর্যশিখা
নৃশংসতার ঝড়ে একে একে নিভে যায় সকল প্রদীপ।

দীপহীন রাতের শেষে
বিষন্ন ভোর জানিয়ে যায় অশনি আভাস,
আসে সূর্যহীন, স্বপ্নহীন এক অন্ধ সকাল-
নিকষ আঁধারে ডুবেছে যার ক্ষণ অনুক্ষণ।

সেই কালরাতে মহামানবের বক্ষ লক্ষ্য করি
দানবের দল নৃশংসতায় বিষদানা দিল ভরি
কেড়ে নিয়ে গেল রাখালরাজাকে, সঙ্গে স্বজন যত
বুলেটের ঘায়ে ইতিহাসে লিখে নির্মমতার ক্ষত।

সে শ্রাবণরাতে দানবের হাতে মরেছে আশার সত্ত্বা
মহাকাল জানে কতটা গভীর সে ক্ষতির সারবত্ত্বা
লুটেছিল কারা জাতির ভাগ্য দুঃসহ সেই রাতে
কারা জুটেছিল মনে ও মননে দানবের সাথে সাথে।

অন্ধ নিঃসীম রাতে
রক্তের বান বিপুলা বইলো বাংলার আঁখিপাতে
সকল ছাপিয়ে বয়ে চলা সেই রক্ত-স্রোতের ধারায়
স্বপনদিশারী পথের দিশা বাংলা আবারও হারায়।

আজ হৃদয়ের বরষাধারায়, ভাবনাধারায় জানি
শত বরষায়ও ধুয়ে যাবে না তো সেই রজনীর গ্লানি
কোনদিন থেমে যাবেনা কখনো হৃদয়-ভাঙা এ কান্না
চোখের দু’ক‚ল ছাপিয়ে ঝরবে বেদনার চুনী পান্না।

এদিক ওদিক যেদিকে তাকাই, তাঁর স্পন্দন সবখানে পাই
স্মৃতির শিখরে চিরভাস্বর শেখ মুজিবুর রহমান
তারই জন্য শোকের লহরী সকল হৃদয়ে বহমান।

প্রিয় স্বদেশের সব সত্ত্বায়, সব শ্যামলিমা ছায়
শ্রাবণ ডুকারি কাঁদে
শত কান্নায় যদি মহাপ্রাণ ফিরে আসে বাংলায়।

—————————————–

কবিতাটির অডিওগ্রাম নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছেন: আহম্মদ কামরুজ্জামান । নির্দেশনায়: সালাহউদ্দিন আহমেদ । তত্ত্বাবধানে: রওনক জাহান । অডিওগ্রাম নির্মাণ করেছেন: দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব।

—————————————–

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service