ডেঙ্গু প্রতিরোধে করণীয়| জনস্বার্থে প্রচারণা উপকরণ

প্রিয় শ্রোতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর। এর বাহক এডিস মশা, বাসাবাড়িসহ অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে আমাদের সকলের সচেতনভাবে মশক নিধন কর্মীদের সহযোগিতাসহ সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এডিস মশা নিয়ন্ত্রণে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে:

১. বেইজমেন্টের পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা, ফুলের টব এসব স্থানে ৩ দিনের বেশি পানি জমতে দিবেন না।

২. বাড়ির ছাদে, উঠানে এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে কওে রাখবেন না কিংবা পানি জমতে দিবেন না।

৩. বাড়ির আশে পাশের ঝোঁপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার রাখুন।

৪. ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।

প্রিয় শ্রোতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন।

জনস্বার্থেঃ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।

—————————-

কন্ঠ: নাসিমা রাজ্জাক যুথি, কাওসার শেখ।

শব্দগ্রহণ: মোঃ রবিউল, ভিডিও সম্পাদনা: মোঃ জাকির

—————————-

পৃষ্ঠপোষকতা: আহম্মদ কামরুজ্জামান, মহাপরিচালক, বাংলাদেশ বেতার।

নির্দেশনা: সালাহউদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার।

তত্ত্বাবধান: রওনক জাহান, আঞ্চলিক পরিচালক, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।

প্রযোজনা: দেওয়ান মোহাম্মদ আহসান হাবীব, উপপরিচালক, বাংলাদেশ বেতার।

জনস্বার্থে: ট্রাফিক টিম । ৩০ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ।

#trafficfm #BangladeshBetar #DenguPrevention #DenguTVC

Print Friendly, PDF & Email

Leave a Reply

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service