ডেঙ্গু রোগ প্রতিরোধে বিষয়ক উপস্থাপনা উপকরণ
ট্রাফিক সম্প্রচার কার্যক্রম
বাংলাদেশ বেতার
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিষয়ক উপস্থাপনা উপকরণ।
প্রতি ঘন্টায় অন্তত একবার করে প্রচার হবে
বিশেষ ঘোষণা
প্রচার তারিখ:
———————————————————————————–
প্রিয় শ্রোতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসাবাড়ির ভিতরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এডিস মশা নিধনে আমাদের সকলের সচেতনভাবে মশকনিধন কর্মীদের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এডিস মশা নিয়ন্ত্রণে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেগুলো হলো-
১. বেইজমেন্টের পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা, ফুলের টব ইত্যাদি স্থানে ৩ দিনের বেশি পানি জমতে দিবেন না।
২. বাড়ির ছাদে, উঠানে এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে করে রাখবেন না কিংবা পানি জমতে দিবেন না।
৩. বাড়ির আশেপাশের ঝোঁপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার রাখুন।
৪. ঘুমানোর সময় মশারী ব্যবহার করুন।
প্রিয় শ্রোতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন।
জনস্বার্থেঃ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।
———————————————————————————–
ডেঙ্গু বিষয়ক বিশেষ ঘোষণা -২
[শুধু মাত্র অধিবেশন তত্বাবধায়েকের অনুমোদনক্রমে প্রচারযোগ্য]
প্রচার তারিখ:
———————————————————————————–
শ্রোতাবন্ধুরা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বর। এডিস মশার কামড়ে এই জ্বর হয়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর ভাল হয়ে যায়। তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্নক হতে পারে। আতঙ্ক নয়, প্রতিরোধে চাই জনসচেতনতা।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের সাধারণ লক্ষণঃ
১. জ্বর হবে।
২. মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা হবে।
৩. শরীরে লাল দানা/ফুসকুড়ি(Rash) থাকতে পারে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে করণীয়ঃ
১. ফুলের টব, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, টিনের কৌটা, ডাব/নারিকেলের মালা, কন্টেইনার, মটকা ইত্যাদি অপসারণ বা ধ্বংস করুন।
২. আপনার ঘর-বাড়ি এবং আশে-পাশে যে কোন পাত্র বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পর পর পরিস্কার করুন।
৩. দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।
৪. মশা শরীরের খোলা স্থানে কামড়ে দেয় বিধায় যতদূর সম্ভব শরীর ঢেকে রাখুন।
৫. মুখমন্ডল এবং চোখ ব্যতীত শরীরের অনাবৃত অংশে মশা নিবারক ক্রীম ব্যবহার করুন।
৬. ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কিত যেকোন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
চিকিৎসাঃ
১. পর্যাপ্ত বিশ্রাম নিবেন।
২. তরল জাতীয় খাবার স্যালাইন বেশি করে খাবেন।
৩. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আতঙ্ক নয়, প্রতিরোধে চাই জনসচেতনতা
জনস্বার্থেঃ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতার।
—————————————————————————————————–
প্রিয় শ্রোতা,
আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সকলে আরো সচেতন হই।
জনস্বার্থে
ট্রাফিক সম্প্রচার কার্যক্রম
বাংলাদেশ বেতার।