About the Director General

নাসরুল্লাহ  মোঃ ইরফান
মহাপরিচালক (রুটিন দায়িত্ব), বাংলাদেশ বেতার

জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বি.সি.এস (তথ্য-সাধারণ) ক্যাডারের নবম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা।


জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান ২৬ জানুয়ারি ১৯৯১ সালে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে অনুষ্ঠান সংগঠক পদে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতারের বান্দরবান, বরিশাল, খুলনা ও রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবং কৃষি সার্ভিস দপ্তর, বহি:র্বিশ্ব কার্যক্রম, সঙ্গীত, লিয়াজোঁ শাখা ও অনুষ্ঠান শাখার পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও, ‍তিনি উপমহাপরিচালক (অনুষ্ঠান) এবং অনুষ্ঠান শাখার সর্বোচ্চ পদ অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) পদে সফলতার স্বাক্ষর রাখেন।


বাংলাদেশ বেতারে দায়িত্ব পালনকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চেতনা ও দর্শন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, পার্বত্য শান্তি চুক্তি, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষি উন্নয়ন, শিশু ও নারী অধিকার এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান তৈরি ও প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট ছিলেন। তাঁর হাত ধরেই নিউ মিডিয়াতে প্রবেশ করেছে বাংলাদেশ বেতার।


জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান দেশে-বিদেশে সম্প্রচার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। তন্মধ্যে জাতিসংঘ, রেডিও কর্পোরেশন অব সিঙ্গাপুর, রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টার, ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও, এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (ABU), এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট অব ব্রডকাস্টিং এন্ড ডেভেলপমেন্ট (AIBD)-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সভা, বার্ষিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করে তিনি বাংলাদেশ বেতারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দাপ্তরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড ভ্রমণ করেন। ২০১২ সালে বেতার অনুষ্ঠান নির্মাণের জন্য তিনি কমনওয়েলথ ব্রডকাস্টিং এসোসিয়েশন (CBA) পুরস্কার লাভ করেন।

জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবেও সুপরিচিত। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই)-সহ দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি পাবলিক সার্ভিস ইনোভেশন, বেতার অনুষ্ঠান নির্মাণ কৌশল, মিডিয়া ম্যানেজমেন্ট, তথ্য অধিকার আইন, কমিউনিটি রেডিও অনুষ্ঠান সম্প্রচার, শুদ্ধাচার ইত্যাদি বিষয়ে একজন দক্ষ প্রশিক্ষক। এছাড়া, তিনি চায়না রেডিও ইন্টারন্যাশনাল এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় ABU-এর Asia Media Summit-এ Climate Change and Disaster Risk Reduction (CCDRR) বিষয়ে কি-নোট উপস্থাপন করেন।


জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান ১লা জানুয়ারি ১৯৬৫ সালে লক্ষীপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।

 

Print Friendly, PDF & Email

Copyright © Traffic FM 88.8 MHz, Bangladesh Betar | Site Edited by Deputy Director (Traffic) | Maintained By Director (Traffic) | Supervised By Additional Director General (Programme), Bangladesh Betar | Developed By SA Web Service